ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভা

পিরোজপুর: ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


 
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আকরাম হোসেন ও বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

সভায় বক্তরা সামাজের শান্তি  প্রতিষ্ঠায় ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।