ঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি সেনারা। গত দুই বছরে তাদের বিরুদ্ধে কোনও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ফিল্ড সাপোর্ট বিভাগের প্রধান অতুল খারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সফররত খারে।
তিনি বলেন, বাংলাদেশি সেনারা শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মিশনে ফরাসি ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। সেই সঙ্গে নিয়মানুবর্তী সেনা সদস্যরাই নিয়োগ পেয়ে থাকেন। বাংলাদেশের সেনারা এক্ষেত্রে সব সময় এগিয়ে থাকেন। আর তাই শান্তিরক্ষায় বাংলাদেশি সেনা নিয়োগের হার বেশি। এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা উল্লেখযোগ্য। আর এ কারণেই ‘শেখ হাসিনা’ নামটি শান্তিরক্ষা মিশনে একটি ব্র্যান্ডনেমে পরিণত হয়েছে।
শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া ২টি পরামর্শ জাতিসংঘ বাস্তবায়নের চিন্তা করছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ১০ টি শান্তি মিশনে বাংলাদেশের ৯ হাজার ৩শ’ ৯৮ জন সেনা নিয়োজিত আছেন। মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানের বিভিন্ন দূর্গম এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, হাইতি এবং কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের দুটি দল সুনামের সঙ্গে কাজ করছেন। অনেকেই মিশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতুল খারে বলেন, শান্তিরক্ষীদের দ্বারা সংঘটিত যৌন নির্যাতনের বিষয়ে কঠোর হচ্ছে জাতিসংঘ। গত বছর এ ধরনের ৪৩টি ঘটনা রেকর্ড হয়। তবে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরনের কোনও অভিযোগ নেই।
বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী সরবরাহকারী দেশ হিসেবে জাতিসংঘের সংশ্লিষ্ট পর্যায়ের কমান্ডিং পদে নিয়োগ পাবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের তিনজন কর্মকর্তা এ মুহুর্তে কমান্ডিং পর্যায়ে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগে বছরে তিন মিলিয়ন ডলারের প্রকিউরমেন্ট হয়। বাংলাদেশি ব্যবসায়ীরা চামড়াজাত পণ্য, তৈরি পোষাক, সফটওয়্যার, ওষুধসহ নানা পণ্য মিশনের প্রকিউরমেন্টের জন্য সরবরাহ করতে পারেন। আগামী বছর ঢাকায় এ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
এর আগে গাজীপুরে অবস্থিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন টেনিং’ পরিদর্শন করেন জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি এবং ভারপ্রাপ্ত চিফ অব আর্মি স্টাফের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি।
তিনদিনের সফরে রোববার ঢাকায় আসেন অতুল খারে। শান্তিরক্ষী বাহিনী সংক্রান্ত বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবেই তিনি বাংলাদেশ সফর করছেন। ফেব্রুয়ারি মাসে তিনি বাংলাদেশি বংশোদ্ভুত আমিরা হকের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেবার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫/ আপডেট: ২১৩৯ ঘণ্টা
জেপি/এসইউ