ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

কথা রেখেছেন প্রধানমন্ত্রী

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কথা রেখেছেন প্রধানমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহকে বিভাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করলেন, তিনি কথা দিয়ে কথা রাখেন।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের সুন্দর মহলের বাসায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এ মন্তব্য করেন।

 

রওশন বলেন, আমি জীবদ্দশায় ময়মনসিংহকে বিভাগ দেখে যেতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী কথাও দিয়েছিলেন। আমি সত্যি আনন্দিত প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহকে বিভাগ অনুমোদন দেওয়া হয়।  

আলাপচারিতায় বিভাগ প্রশ্নে ময়মনসিংহের বাসিন্দাদের আবেগ, বিভাগ বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ, প্রধানমন্ত্রীর কথা রাখা, বিভাগ নিয়ে রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জাতীয় পার্টির এ নেতা।

এ অঞ্চলের ২ কোটি মানুষের প্রাণের দাবি ছিল ময়মনসিংহ বিভাগ। এ দাবি এখন পূরণ হয়েছে। এখন বড় কাজ বিভাগ বাস্তবায়ন করা। আর এজন্য সময় দরকার। বিভাগ বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিভাগীয় কমিশনারের কার্যালয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ।  

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে বিকেলে এক সমাবেশ ও ৠালিতে যোগ দেওয়ার আগে বিরোধী দলীয় নেতার সঙ্গে কথা হয় বাংলানিউজের।

বিভাগ অনুমোদনের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে ময়মনসিংহবাসী।  

রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ আনন্দ উচ্ছ্বাসের উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। তিনি ২ কোটি মানুষের দাবি পূরণ করে তাদের ভালবাসা ও দোয়া পেয়েছেন। এজন্য তাকে আন্তরিক অভিনন্দন।  

চলতি বছরের ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে আবারও ময়মনসিংহ বিভাগের দাবি উত্থাপন করেছিলেন রওশন এরশাদ। বলেছিলেন, ‘আমার জীবদ্দশাতেই আমি ময়মনসিংহ বিভাগ দেখে যেতে চাই। ’ এ দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহে আসতে চায় না। ’

তখন রওশন বলেছিলেন, ওই দুটি জেলাকে বাদ দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ময়মনসিংহ বিভাগ করে দিন। সেইদিনের কথা তুলে ধরে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন। ওই দুই জেলা বাদ দিয়েই তিনি ময়মনসিংহকে বিভাগ করেছেন। আমার জীবদ্দশায় ময়মনসিংহ বিভাগ পেয়েছি। এটা পরম আনন্দের।

বাংলানিউজের সঙ্গে আলাপের সময় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি উপস্থিত ছিলেন।

পরে রওশন এরশাদ টাউন হলে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।