ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পশুর হাটে জালনোট রোধে সর্তক কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পশুর হাটে জালনোট রোধে সর্তক কেন্দ্রীয় ব্যাংক ফাইল ফটো

ঢাকা: চলতি বছরের ২৫ সেপ্টেম্বর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এরইমধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কোরবানি পশুর হাট।



হাটে বিপুল পরিমাণ নগদ টাকা লেনদেনের সময় সক্রিয় থাকে জাল টাকার কারবারিরাও। তবে এবার পশুর হাটে জাল নোট চক্রের দৌরাত্ম্য ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭টি, দক্ষিণে ১০ টি এবং সিটির বাইরে ৩টি মোট ২০টি পশুর হাট বসবে। প্রতিটি হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপনের মাধ্যমে পশু ব্যবসায়ীদের হাট শুরুর দিন থেকে ঈদের পূর্বরাত পর্যন্ত নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে ৩৯টি ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে।

‘ব্যাংকগুলো দায়িত্ব পালন করছে কিনা তাও দেখবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নির্ধারিত শাখার (চেস্ট শাখা) মাধ্যমে মনিটরিং করা হবে। ’

ডেপুটি গভর্নর বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদার পরিপ্রেক্ষিতে এবার ৪৫০টি জাল নোট শনাক্তকরণ মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাজধানীর হাটগুলোর জন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দেওয়া হয়েছে ১৭০টি মেশিন।

আর সারাদেশের হাটগুলোর জন্য দেওয়া হয়েছে ২৮০টি মেশিন।

এছাড়া ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৮৫৩টি জাল নোট শনাক্তকরণ মেশিন দেওয়া হয়েছে বলে জানান নাজনীন সুলতানা।

কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, জাল নোট শনাক্তকরণ মেশিনের দাম ২০হাজার টাকার কম। তাই ব্যাংকগুলো ও ব্যবসায়ীদের  অনুরোধ করবো তারা যেন নিজ খরচে মেশিন কিনে সেবা দেন।

তিনি বলেন, টাকা জমা দেওয়া ও উত্তোলনের জন্য পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলোকে ঈদের আগের ৩ দিন ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে পশুর হাটগুলোতে জাল নোট চক্রের অপতৎপরতা রোধে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যক্রম জোরদার করা হবে।

এরই মধ্যে  এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া জালনোট প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।