ঢাকা: ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট (ইউএনডিএফএস) বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খের। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতুল খের ৩ দিনের সফরে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর বিভিন্ন মহড়া ও প্রশিক্ষণ কর্মকাণ্ড প্রত্যক্ষ করবেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরআই