ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে সংঘর্ষে নিহত-আহত যুবলীগের কেউ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বেগমগঞ্জে সংঘর্ষে নিহত-আহত যুবলীগের কেউ নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত জসিম উদ্দিন রুবেল ও আহত স্বাধীন যুবলীগের কর্মী নয় বলে দাবি করেছে ইউনিয়ন যুবলীগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের মদনমোহন স্কুল মাকের্টে হাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্যের প্রতিবাদ জানিয়ে এ দাবি করা হয়।



লিখিত বক্তব্যে জানানো হয়- ১৩ সেপ্টেম্বর উপজেলার হাজীপুর ইউনিয়নের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটে। নিহত ও আহত দুই গ্রুপই যুবদল ও শিবির দ্বারা সংগঠিত সন্ত্রাসী গ্রুপ। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা। এর জের ধরে শিবির সমর্থিত স্বাধীন তার দলের লোকজন নিয়ে যুবদলের রুবেলকে ইউপি কার্যালয় থেকে অপহরণ করে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় মজিদ ব্যাপারী হাটে প্রতিপক্ষের লোকজন স্বাধীন গুলি করে ফেলে রেখে যায়।

কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে নিহত ও আহতরা ইউনিয়ন যুবলীগের কর্মী বলে ভুল সংবাদ পরিবেশন করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।    
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম, ইউনিয়ন যুবলীগ সভাপতি তাজুল ইসলাম সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরাম মো. রাকিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবিদুল হাসান বাদল, ইউনিয়ন সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন কচি প্রমুখ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জসিম উদ্দিন রুবেল (২৩) নামে এক যুবলীগ কর্মী নিহত হন।

রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিন দুপুরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আরও ৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি

** বেগমগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।