ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

তারানা হালিমকে হুমকি দেয় ‘আইজিডব্লিউ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
তারানা হালিমকে হুমকি দেয় ‘আইজিডব্লিউ’

ঢাকা: অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান চলার মধ্যে ‘আইজিডব্লিউ’ (কল আদান-প্রদানে আন্তর্জাতিক গেটওয়ে) প্রতিষ্ঠান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দিয়েছিলো।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারানা হালিম বাংলানিউজকে এ তথ্য জানান।


 
প্রতিষ্ঠানটির নাম জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটি আইজিডব্লিউ অপারেটর, আপাতত নাম বলতে চাই না। পরিচয় পেয়েছি।
 
গত বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরের সবুজ রঙের টেলিফোনে তারানা হালিমকে হুমকি দেওয়া হয়।
 
ওই ঘটরার পর তারানা হালিম বাংলানিউজকে বলেন, আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে ঘাঁটাঘাঁটি করবেন না। এর পরিণাম ভালো হবে না। আপনি চুপ থাকেন।
 
জবাবে প্রতিমন্ত্রী তাদের বলেন, আপনারা হুমকি দিয়ে আমার কাজ বন্ধ করতে পারবেন না। আমার প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আমার পেছনে প্রধানমন্ত্রী আছেন। আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে।

অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ রাখতেই তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর অবৈধ ভিওআইপি এবং অভৈধ সিমকার্ড চিহ্নিত করতে উদ্যোগ নেন প্রতিমন্ত্রী।
 
তারানা হালিম হুমকির বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন। ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) এ বিষয়ে তদন্ত করছে বলে সে সময় জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

চিহ্নিত ওই আইজিডব্লিউ প্রতিষ্ঠানের হুমকির বিষয়ে এখন আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তারানা হালিম বলেন, একটুখানি দেখি, কী করা উচিত চিন্তা করি।
 
ৠাবের ইন্টেলিজেন্স শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি, অগ্রগতি হয়েছে। যেকোনো সময় ধরে ফেলবো।
 
তিনি বলেন, প্রতিনিয়ত নানা রকম হুমকির মধ্যে থাকি। আমি অবৈধ ভিওআইপি বন্ধ করবো। সিমকার্ড কতগুলো সঠিকভাবে নিবন্ধিত তা বের করবো, অবৈধ সিমকার্ড চিহ্নিত করবো।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/এনএ/বিএস

** তারানা হালিমকে হুমকি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।