ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মধুপুরে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কাজির জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মধুপুরে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কাজির জরিমানা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে হাসি (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী।

বিয়ের আসর থেকে আটক ম্যারেজ রেজিস্ট্রার (কাজি) মফিজ উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এরপর আর কখনো বাল্যবিয়েতে সহায়তা করবেন না- এ মর্মে মুচলেকা দিলে আদালত তাকে ছেড়ে দেয়।

মফিজ উদ্দিনের বাড়ি মধুপুর উপজেলার গোসাইবাড়ী গ্রামে।

ওসি সফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকার হাসমত আলীর মেয়ে হাসির সঙ্গে গোপালপুর উপজেলার কোণাবাড়ী গ্রামের  আব্দুল মতিনের ছেলে হারুন রশিদের (২০) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করেন।

ওই সময় টের পেয়ে বর পক্ষ ও মেয়ের বাবা বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে ম্যারেজ রেজিস্ট্রার মফিজ উদ্দিনকে আটক করা হয়। পরদিন দুপুরে মফিজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে অর্থদণ্ড দিয়ে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।