শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় ২৬৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দরবার চর এলাকার এলাকার মৃত গোলাম সরকারের ছেলে সামসুজ্জামান (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রিয়াদ হাসান (২৬) ও নিজাম সরকারের ছেলে নাহিদ হাসান রবিন (১৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি দল দরবার চর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড