ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নকলায় ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
নকলায় ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় ২৬৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
আটকরা হলেন- দরবার চর এলাকার এলাকার মৃত গোলাম সরকারের ছেলে সামসুজ্জামান (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রিয়াদ হাসান (২৬) ও নিজাম সরকারের ছেলে নাহিদ হাসান রবিন (১৮)।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল দরবার চর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
 
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।