ঢাকা: গাজীপুরের জয়দেবপুর, চন্দ্রা, টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ সড়কটি দুইলেন থেকে চারলেনে উন্নীতকরণের চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এ চুক্তি সম্পাদিত হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি এ প্রকল্পে অর্থায়ন করছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল চুক্তি সই করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। তিনি চুক্তি সই হওয়ার আগে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এজেডকে/আইএ