নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত-পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শ্মশানঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত ব্যক্তির দেহে কোনো কাপড় ছিল না। মরদেহটি ৪/৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। গলে যাওয়ায় আঘাত বা জখমের চিহ্ন সনাক্ত করা যায়নি। তবে, দুবৃর্ত্তরা হত্যার পর মরদেহটি বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে থাকতে পারে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড