ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পশুরহাট কেন্দ্রিক সন্ত্রাসীদের তালিকা করছে পুলিশ

নুরুল আমিন,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পশুরহাট কেন্দ্রিক সন্ত্রাসীদের তালিকা করছে পুলিশ ছবি: ফাইল ফটো

ঢাকা: প্রতিবছর কোরবানির ঈদের আগ মুহূর্তে সন্ত্রাসীদের বড় টার্গেটে পরিণত হন পশু ব্যবসায়ীরা। রাজধানীর হাটগুলোতে এলাকাভিত্তিক মাস্তান ও সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে নিতে সৃষ্টি করে নৈরাজ্যকর পরিস্থিতি।



এতে অনেক সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে। তাই এবার পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের তালিকা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমিপিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, পশুর হাটকে টার্গেট করে সন্ত্রাসীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেজন্য মহানগরীর সবগুলো হাটকেই ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হচ্ছে। পাশাপাশি ওই সব এলাকায় অপরাধে জড়িত সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, এবার রাজধানীতে মোট ২৩টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০টি, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭টি এবং ঢাকা জেলা প্রশাসনের ৬টি হাট বসবে। প্রত্যেকটি হাটেই থাকবে পুলিশের সিসি ক্যামারা। আর এসব সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও হাটে আগত ক্রেতা –বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ।

কর্মকর্তারা জানান, হাট এলাকার অপরাধে জড়িত অপরাধীদের তালিকা করা হচ্ছে। দ্রুতই এলাকাভিত্তিক এসব অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হবে।

ডিএমপির উপ–কমিশনার (ডিডিয়া) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোরবানির পশুর হাটকে টার্গেট করে সন্ত্রাসীরা নানা অপরাধ লিপ্ত হয়। আর এলাকাভিত্তিক এসব অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে।  

হাট কেন্দ্রিক সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ পশুর হাট গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, পশুর হাটে আগত ব্যবসায়ীদের মধ্যে যারা নগদ অর্থ পরিবহন করবেন তাদের পুলিশের পক্ষ থেকে মানি এস্কট সেবা দেওয়া হবে।

সূত্র জানায়, এরই মধ্যে পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদের সবাইকে ডিএমপি সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ডিএমপি। ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, কোরবানির পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় পর্যাপ্ত টহল ও র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন।

পশুরহাট কেন্দ্রিক সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের গোয়েন্দা শাখাও মাঠে কাজ করবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।