ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ভুয়া চিকিৎসকের এক বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সাভারে ভুয়া চিকিৎসকের এক বছর কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে একটি চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে খোরশেদ আলম নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানা রোডে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিছুর রহমান এ সাজার নির্দেশ দেন।

এ সময় ওই চিকিৎসা কেন্দ্র সিলগালাও করা হয়।

আনিছুর রহমান বাংলানিউজকে জানান, ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে খোরশেদ আলমকে এ সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত খোরশেদ চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দ গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে।

এ অভিযানে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. ওয়াসিম ও র‌্যাব-৪’র সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।