ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধুনট থানা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বিষ্ণনাথ দাস ও জেলা কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আতাবুর রহমান।
আলোচনা সভা শেষে প্রদীপ কুমার দাসকে সভাপতি মাহাবুবুল আলমকে সাধারণ সম্পাদক ও আব্দুল কাফিকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ধুনট উপজেলা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএ