মাদারীপুর: মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২ ছাত্রী হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দুই স্কুলছাত্রী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ সন্ধ্যায় উপজেলা সদরে অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মাদারীপুর সদরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই স্কুল ছাত্রীকে ১৩ আগস্ট ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত স্কুলছাত্রী সুমাইয়া বাবা ১৪ আগস্ট ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ মাদারীপুর সদর হাসপাতাল থেকে দুই আসামিকে ও দুদিন পর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন থেকে আরো এক আসামিকে গ্রেফতার করে। মঙ্গলবার রানাকে গ্রেফতারে এ মামলায় মোট চার জন আসামি গ্রেফতার হলো।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড