ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বংশালে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বংশালে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

ঢাকা: রাজধানীর বংশালে সরকারি প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা বিষপান করে আত্মহত্যা করেছেন। তানিয়া রাহাত খাতুন (৩০) নামে ওই নারী পুরান ঢাকার জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামীর নাম জাফর হোসেন। তাদের বাড়ি বংশালের আবুল হাসনাত রোডের সাতরোজা মোড়ে।

তানিয়া রাহাতের মা সুলতানা বাংলানিউজকে অভিযোগ করে বলেন, প্রেম করে গত দুই বছর আগে বিয়ে হয় তানিয়ার। জমজ মেয়ে শিশুও রয়েছে সংসারে। কিন্তু জামাই ভালো না। এ জন্য পারিবারিক কলহেই সে আত্মহত্যা করেছেন। তিনি জানান, জামাই ময়না নামে এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে তা মেনে নিতে না পেরেই তার মেয়ে এমন কাজ করেছে।

এদিন সকালে শিক্ষিকা তানিয়াকে গুরুতর অবস্থায় ঢামেকে নেওয়া হয়। সেখানে নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।