ভোলা: ভোলায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে হুমায়ুন কবির নামে এক কাজীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তোফায়েল হোসেন এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত আগস্ট মাসে সদর উপজেলার পূর্ব ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের বদিউর রহমানের ছেলের সঙ্গে একই গ্রামের কালু মোল্লার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেন কাজী হুমায়ুন। বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
মঙ্গলবার তাকে এলাকায় পেয়ে আটক করে স্থানীয়রা। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তোফায়েল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড