ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গুরুদাসপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নাটোর: নাটোরের গুরুদাসপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে আনোয়ারুল ইসলাম আনার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামলায়কোল গ্রামে এ ঘটনা ঘটে।


 
নিহত আনোয়ারুল মালয়েশিয়া প্রবাসী। সেখান থেকে ভাই আনিসুল ইসলামের (৩২) কাছে পাঠানো টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, হামলায়কোল গ্রামের খাদেমুল ইসলামের ছোট ছেলে আনোয়ারুল ইসলাম আনার দু’বছর আগে মালয়েশিয়া যান। সেখান থেকে বড় ভাই আনিসুলের কাছে টাকা পাঠান তিনি। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে আনোয়ারুল দেশে আসেন।  
 
মঙ্গলবার দুপুরে আনিসের কাছে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান আনোয়ারুল। এ সময় টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই আনিস ক্ষুব্ধ হয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করেন।  
 
আহত অবস্থায় আনোয়ারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইব্রাহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।