ভোলা: ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ভাঙন কবলিত বিশ্বরোড ফেরীঘাট, রাজাপুর ও কালুপুর এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
পরে স্থানীয় গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও’ সংগ্রাম কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে করেন।
এ সময় সংগ্রাম কমিটির আহ্বায়ক সাহেদ আলী ও সদস্য সচিব নূরে আলমসহ স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিআই