বরিশাল: বরিশাল-ঢাকা নৌরুটে কীর্তনখোলা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় পাখা ভেঙে বিকল হয়ে গেছে সরকারি রকেট টিএস মাসুদ(যাত্রীবাহী জাহাজ)।
মঙ্গলবার রাত ৮টার দিকে মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
রকেট সার্ভিসের বরিশাল কাউন্টারের স্টাফ জুয়েল বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে ৩ শতাধিক যাত্রী নিয়ে টিএস মাসুদ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।
এক ঘণ্টা চলার পর মাঝ নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় জাহাজর পাখা ভেঙে যায়। খবর পেয়ে নৌবন্দর পুলিশ তাদের নিজস্ব বোট ও ট্রলারে যাত্রীদের তীরে আনে। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বিকল হওয়া জাহাজটি উদ্ধারের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি