পঞ্চগড়: পঞ্চগড়ে নিখোঁজের ১০ দিন পর নুরীনা আক্তার (৩০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া-শালমারা গড় এলাকার একটি বাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নুরীনা পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গীপুকুরি আশ্রয়ন প্রকল্প এলাকার কাশেম আলীর মেয়ে।
নিহতের বড়ভাই মজির উদ্দিনের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু আহম্মেদ বাংলানিউজকে জানান, গত ৪ সেপ্টেম্বর নুরীনা স্বামীর ভাড়া বাড়ি থেকে হাড়িভাসা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন দুপুরে পার্শ্ববর্তী হাফিজাবাদ ইউনিয়নে ফুলপাড়া এলাকায় তার বড়বোন রোকেয়ার বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।
এ বিষয়ে ৯ সেপ্টেম্বর অমরখানা এলাকা থেকে নুরীনার ব্যবহৃত ব্যাগ, শাড়ি ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার খবর পেয়ে তার বড়ভাই মজির উদ্দিন পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রঞ্জু আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকার কেতাই নামে এক ব্যক্তি শালমারা গড় এলাকায় গরুকে ঘাস খাওয়াতে যান। এসময় সেখানে মাছি উড়তে দেখে সামনে গিয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান।
পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নুরীনার বড়বোন ও বড়ভাই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নুরীনার বলে পুলিশকে নিশ্চিত করেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে, এটি নয় থেকে ১০ দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএস