ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ছিনতাইয়ের কবলে প্রবাসী সাংবাদিক নুরুল আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ছিনতাইয়ের কবলে প্রবাসী সাংবাদিক নুরুল আনোয়ার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর কবলে পড়েছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক নুরুল আনোয়ার। এসময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ব্যাগ ও দু’টি ল্যাপটপ কেড়ে নেন।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নুরুল আনোয়ার বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে আমি ও আমার বন্ধু এটিএন বাংলার স্টাফ রিপোর্টার একরামুল হক সায়েম, ফার্মগেট থেকে রিকশাযোগে আইডিবি ভবনের দিকে যাচ্ছিলাম। এসময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালিয়ের কাছে পৌঁছালে, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিছন দিক থেকে আমার হাতের দু’টি ব্যাগ ছিনিয়ে নেন। ব্যাগে একটি আসুস ল্যাপটপ ও একটি কমপ্যাক নোটবুক ছিল।
 
তাৎক্ষণিক তিনি শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নম্বর ৯৮৫/১০/০৯/১৫) করেন বলে জানান।
 
নুরুল আনোয়ার একজন সৌদি প্রবাসী। তার বাড়ি ফেনীর দাগনভুইয়া উপজেলায়। কিছুদিন আগে তিনি ছুটিতে দেশে এসে পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইন পোর্টাল ‘নিউজপেজ২৪’র সৌদি আরব পুর্বাঞ্চলের ব্যুরো চিফের দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।