গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এসময় মালামাল রক্ষা করতে গিয়ে বকুল মিয়া (৪২) নামে এক দোকানমালিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে তালুকজামিরা বাজারে রাসেল মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মালামাল, কাপড়, কম্পিউটার, জুতা ও কাঁচামালের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দগ্ধ বকুল মিয়াকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ২৫ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জরিদুল হক বাংলানিউজকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস