বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬শ ৭০ পিস ইয়াবাসহ তবারক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের ধুংরী হেডম্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তবারক সদর ইউনিয়নের ঠান্ডাঝিরি এলাকার আবদুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাজী সুলতান আহসান এর নেতৃত্বে পুলিশ ধুংরী হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এসময় তবারক হোসেনেরে দেহ তল্লাশি করে ৬শ ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তবারকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস