ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের সৌরভ মেডিকেল স্টোরে অবৈধভাবে ৪টি জি-প্যাথেডিন রাখার দায়ে দোকান মালিক তুলেন চন্দ্র রায়কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, ওই ইনজেকশন রাখতে আলাদা লাইসেন্সের প্রয়োজন। যা ওই দোকান মালিক দেখাতে পারেননি।
সন্ধ্যায় আটক তুলেন চন্দ্রকে জেল হাজতে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঠাকুরগাঁও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা এক জরুরি সভা করেন। সভায় আটক দোকান মালিকের মুক্তির দাবিতে অনির্দিষ্ট কাল ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ঠাকুরগাঁও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, জেলায় ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়েছে। অতিদ্রুত আটক দোকান মালিককে মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস