যশোর: যশোরের আদলতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল মৃত্যুঞ্জয় মিস্ত্রি অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
যশোরের আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার, প্রকাশক এসএম বকস কল্লোল ও বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবীর খোকন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শাহীন চাকলাদার সাধারণ সম্পাদক মনোনীত হন। কিন্তু গত ১২ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময়ে ‘আওয়ামী লীগের জেলা কমিটি ঘিরে বাণিজ্যের অভিযোগ’ শিরোনামের খবরে তাকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বড় অঙ্কের টাকা দিয়ে শাহীন চাকলাদার সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়েছেন।
বাদীর অভিযোগ, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নামে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করায় নেতাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বাদী এজন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ চান। বিচারক শুনানি শেষে জুডিসিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস