ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতিকে হত্যার চেষ্টা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতিকে হত্যার চেষ্টা, আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত আলীকে (৪৫) হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের খালেকের ছেলে মতি মিয়া (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে নুরল হক (৪৫), মনজুরুল হকের ছেলে সেলিম মিয়া (১৯) ও ওই এলাকার কিসামত চড়িতাবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল জলিল মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শওকত কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বুড়িরদিঘী বাজারে যাচ্ছিলেন। এসময় চড়িতাবাড়ি এলাকায় ওঁতপেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতে, মাথায় ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন শওকত আলী বাংলানিউজকে অভিযোগ জানান, তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলী ওরফে কাইল্লা মোহাম্মদের বিরোধ চলে আসছিল। ওই পক্ষটি তার বড়ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলাবাড়ি ইউনিয়নের আজিবনের চেয়ারম্যান সামছুল ইসলাম সুরুজকে হত্যা করেছে।

তার ভাইয়ের খুনিরা তাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছেন বলে তিনি দাবি করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।