যশোর: যশোরে অস্ত্র-গুলিসহ নাজমুল হোসেন (২৫) নামে এক সন্ত্রাসীকে আহতাবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
এসময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার রামনগর গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের একদল পুলিশ রামনগর গেটপাড়া এলাকায় অভিযানে যায়।
ঘটনাস্থলে আগে থেকে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করলে, নাজমুল নামে এক সন্ত্রাসী ধরা পড়লেও বাকিরা পালিয়ে যান।
স্থানীয় জনগণের পিটুনিতে নাজমুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর ২শ ৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস