যশোর: যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শংকরপাশা খেয়াঘাটের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- অভয়নগর উপজেলার কুদলা গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে শান্ত রায় (৩০), একই এলাকার দানবীর মল্লিকের ছেলে সীমান্ত মল্লিক (২৫) ও ওলিয়ার রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকরা স্থানীয় সাবেক ইউপি সদস্য শেখ আসাদুজ্জামানের কাছে চাঁদার টাকা নিতে আসেন। এসময় তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন বিভিন্ন প্রশ্ন করলে তারা অস্ত্র বের করেন। এতে স্থানীয়রা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে গণপিটুনি দিয়ে থানায় সংবাদ দেন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি নাইন এমএম পিস্তল, দু’টি হাত বোমা, একটি লোহার হাতুড়িসহ তিন সন্ত্রাসীকে আটক করে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস