ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুরের ভৈরবা বাজারের জননী ক্লিনিক নার্সিং হোমে পারুলা বেগম (২২) নামে ফের এক সিজার করা প্রসূতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পারুল বেগম কাজির বেড় ইউনিয়নের কোলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
এ নিয়ে জননী ক্লিনিক নার্সিং হোমে গত দুই মাসে আট প্রসূতির মৃত্যু হলো।
গ্রামবাসী জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) জননী ক্লিনিক নার্সিং হোমে পারুলা বেগমকে সিজার করা হয়। এরপর থেকেই অন্যদের মতো তারও মাথায় যন্ত্রণা শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এলে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. আব্দুস ছালাম বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস