ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরের জননী ক্লিনিকে ফের প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মহেশপুরের জননী ক্লিনিকে ফের প্রসূতির মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুরের ভৈরবা বাজারের জননী ক্লিনিক নার্সিং হোমে পারুলা বেগম (২২) নামে ফের এক সিজার করা প্রসূতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।



পারুল বেগম কাজির বেড় ইউনিয়নের কোলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।

এ নিয়ে জননী ক্লিনিক নার্সিং হোমে গত দুই মাসে আট প্রসূতির মৃত্যু হলো।

গ্রামবাসী জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) জননী ক্লিনিক নার্সিং হোমে পারুলা বেগমকে সিজার করা হয়। এরপর থেকেই অন্যদের মতো তারও মাথায় যন্ত্রণা শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এলে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. আব্দুস ছালাম বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।