ঝালকাঠি: ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিজিটাল বাংলার একমাত্র উদ্ভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ষড়যন্ত্র করেছিলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে। ইন্টারনেটের দাম কমিয়েছে। তাই এখন বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক লেখাপড়ার সুগোগ পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মিয়া।
পরে শিল্পমন্ত্রী মেলার ২০টি স্টল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস