ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

২ নেপালী গরুর দাম ৮ লাখ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
২ নেপালী গরুর দাম ৮ লাখ টাকা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের এনায়েতনগর গ্রামের একটি খামারে পালিত দুই নেপালী গরু বিক্রি হবে ঢাকার রহমতগঞ্জ গনি মিয়ার হাটে। গরু দু’টির দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা!

কয়েকদিন আগে ঢাকার এক গরু ব্যবসায়ী গরু দু’টি সাত লাখ টাকায় কিনতে চেয়েও পারেননি।

আট লাখ টাকার নিচে গরু দু’টি বিক্রি করা হবে না বলে জানিয়েছেন খামার পরিচালক মোহাম্মদ জিন্নাহ।

ঢাকার বংশাল এলাকার গরু ব্যবসায়ী টিটু মোল্লার মালিকানাধীন গরুর খামার দেখভাল করেন মোহাম্মদ জিন্নাহ।

তিনি জানান, গরু দু’টি ছয় মাস আগে নেপাল থেকে কেনেন টিটু মোল্লা। প্রতিটি গরু তিনি দেড় লাখ টাকা দিয়ে কিনেছেন। এরপর গত ছয় মাসে প্রতিটি গরুর লালন-পালনে খরচ হয়েছে আরও ৬০ হাজার টাকা। প্রতিটি গরুর পিছনে মোট ব্যয় হয়েছে দুই লাখ ১০ হাজার টাকা।

গরু দু’টি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে কমপক্ষে ১২ মণ মাংস পাওয়া যাবে। এজন্য প্রতিটি গরু চার লাখ টাকা করে বিক্রি করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ঈদের এক থেকে দেড় সপ্তাহ আগে গরু দু’টি ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটে নেওয়া হবে। বিক্রির জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত এরা।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।