কিশোরগঞ্জ: জেলার অষ্টগ্রাম উপজেলার কাকুরিয়া হাওরে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাকুরিয়া হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন-জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল রহাইয়ের ছেলে আফতাব (৩০), জামাল মিয়ার ছেলে সোহেল (৩০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে হওরের জলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া হাওরে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে আফতাব, সোহেল ও রজব আলী নামে তিন জন নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
টিআই