ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় একটি প্রাইভেটকার থেকে শতাধিক ক্যান বিয়ারসহ মো. হারুন (৪৪) নামে এক মাদক বহনকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-৫ এর এএসপি এহসানুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ার বহনকারী হারুনকে আটক করা হয়। সাদা পোশাকে তাকে জাহাঙ্গীর গেটের কাছে সড়ক থেকে ফলো করা হচ্ছিল। পরে মতিঝিলের নটরডেম কলেজের সামনের সড়ক থেকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময়ে তার কাছ থেকে শতাধিক ক্যান বিয়ার জব্দ করা হয়। বিয়ারগুলো একটি সবুজ রংয়ের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো খ ১১-০১৯৩) লুকানো অবস্থায় ছিলো।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি এহসান।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এনএইচএফ/আরএম