ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্মপাশায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ধর্মপাশায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াবন্দ গ্রামের বজ্রপাতে শরীফ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।   একই ঘটনায় বাবুল মিয়া (২৩) নামে আরেক যুবক আহত হয়েছেন।



বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াব্দ গ্রামের ইদু মিয়ার ছেলে ও উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। আহত বাবুল একই গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলছাত্র শরীফ ও একই গ্রামের বাবুল বাড়ির সামনে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে স্কুলছাত্র শরীফ ঘটনাস্থলেই মারা যায় এবং বাবুল আহত হয়। আহত বাবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মপাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) গোলাম কিবরিয় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।