ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৩২) ও জাহানারা বেগম (৫০) নামে ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জের বৈরচুনা ও মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লী এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে জাহানারা হরিপুর থেকে পীরগঞ্জ উপজেলার মাধবপুর জামাই বাড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৮টায় নওয়াপাড়া এলাকায় পৌঁছালে ট্রলিকে সাইড দিতে গিয়ে জাহানারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লী এলাকায় একটি ট্রলি পথচারী মঞ্জুরুলকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মঞ্জুরুল।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মান্নান সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএইচ