ভোলা: বন্ধ থাকার ১৪দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ফের ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভেদুরিয়া থেকে কৃষাণী ও কনকচাপা নামে দুটি ফেরি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে গেছে।
এদিকে ফেরি চালাচল স্বাভাবিক হলেও ভোগান্তি রয়েই গেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ইলিশা থেকে ভেদুরিয়া ঘাটে স্থানান্তর করায় ৩ ঘণ্টার স্থানে লাগছে ৭ থেকে ৮ঘণ্টা। এতে যাত্রপথে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।
ফেরিঘটের ইনচার্জ আবু আলম হাওলাদার বাংলানিউজকে জানান, ঈদে ঘর ফেরা যাত্রী ও ব্যবসায়ীদের সুবিধার্থে অস্থায়ীভাবে ঘাটটি চালু করা হয়েছে। ফেরি ঘাটের নির্ধারিত স্থান পাওয়া গেলে আরো কম সময়ে উভয় জেলায় পারাপার সহজ হবে।
গত ২ সেপ্টেম্বর প্রবল স্রোতের প্রভাবে ঘাটের বিভিন্ন অংশ ভেঙে ইলিশার নতুন ফেরিঘাট বিধ্বস্ত হয়। এতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত ২ মাস এ নিয়ে অন্তত ৫ বার ফেরি চলাচল বন্ধ এবং চালু হয়।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএইচ