ঢাকা: `টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বিষয়ে নাগরিক সমাজের ভাবনা তুলে ধরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেনসহ মোট ৬টি সংস্থা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব সংস্থার যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নাগরিক সমাজের ভাবনা তুলে ধরে আয়োজক সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখবেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেডএফ/টিআই