ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত মৌলভীবাজারবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত মৌলভীবাজারবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সদ্যপ্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ করেছে মৌলভীবাজারবাসী। শহরের শাহ মোস্তফা মাজারের পশ্চিম পাশে কবর খোঁড়াখুঁড়ির কাজও শেষ হয়েছে।



বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রসাশনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন প্রিয় মানুষটির মরদেহের অপেক্ষায় জেলা ও উপজেলা থেকে হাজারও মানুষের টল নেমেছে মৌলভীবাজারে।

কিছুক্ষণের মধ্যে এম সাইফুর রহমান স্টেডিয়ামে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ পৌঁছাবে। সেজন্য প্রশাসন ও আত্মীস্বজন স্টেডিয়ামে অপেক্ষায় রয়েছেন।

সকালে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মহসিন আলীর মরদেহ রাজধানীর মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত তার কফিন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

শহীদ মিনারে সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান বিচারপতি এস কে সিনহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মহসিন আলীর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মন্ত্রী ও সংসদ সদস্যরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এরপর অনুষ্ঠিত হয় নামাজে জানাজা।

দুপুর ১২টায় হেলিকপ্টারে করে সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজার নেওয়া হবে। দুপুর ১টায় মৌলভীবাজার স্টেডিয়াম থেকে মরদেহ নেওয়া হবে নিজ বাসভবনে।

দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাখা হবে।

বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মার কবরের পাশে সৈয়দ মহসিন আলকে সমাহিত করা হবে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌছায়। এরপর তার মরদেহ ৩৪ মিন্টু রোডস্থ সরকারি বাসভবন নেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মহসিন আলীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএইচ

** সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** মিন্টোরোডের বাসায় সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।