বগুড়া: বগুড়া রেলওয়ে স্টেশন থেকে দর্শনা স্টেশনে স্টেশন সুপারিনটেনডেন্ট পদ স্থানান্তরের প্রতিবাদে বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি বেনজীরুল ইসলাম, জেলা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে রেলওয়ের সর্বস্তরের কর্মচারীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা অংশ নেন।
মানববন্ধন থেকে অবিলম্বে স্টেশন সুপারিনটেনডেন্ট পদ স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রেলওয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমবিএইচ/আরএম