ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকেট কালোবাজারি সন্দেহে ৬ যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টিকেটের জন্য লাইনে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রেলওয়ে থানার ইনজার্চ আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঈদের অগ্রিম টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা অভিযোগ করেন ওই ব্যক্তিরা সাকলে এসে লাইনে প্রবেশ করেছে। এসময় তাদের সঙ্গে কথা বলে সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিম ফাঁড়িতে তাদের আনা হয়েছে।
জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
ঈদ উপলক্ষে আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিন চলছে। আরও তিন দিন ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হবে। বুধবার ২১ সেপ্টেম্বরের টিকেট দেওয়া হচ্ছে যাত্রীদের। ১৯ সেপ্টেম্বর দেওয়া হবে ২৪ সেপ্টেম্বরের টিকেট।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এডিএ/জেডএফ/এসএইচ