ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জালিয়াতি চক্রের মূল হোতা জসিম উদ্দিন ও ডাক্তার শোভনসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রাজধানীর মহাখলীর ডিওএইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাবের সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় আটকদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকও জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ১০১৫
এনএ/জেডএফ/এবি