মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলামের বাবা জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে নিজ ঘরে টেলিভিশনের প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রফিকুল। দ্রুত তাকে উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএ