ঢাকা: প্রতিবন্ধীদের পূর্ণাঙ্গ মানুষের দৃষ্টিতে দেখতে হবে, তাহলেই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব, বলেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে আয়োজিত ‘উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবেলিটিস এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাইন্ডেশন এ মতবিনিময় সভার আয়োজন করে।
গওহর রিজভী বলেন, সামাজিক অজ্ঞতার কারণে প্রতিবন্ধীদের অবহেলা করা হয়। কিন্তু প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, দেশের সম্পদ। তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোনো দয়া নয়, তাদের মানবাধিকারটুকু তাদের দিন। তারাও দেশের জন্য অবদান রাখার ক্ষমতা রাখে।
এ সময় তিনি প্রতিবন্ধীদের নিয়ে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদের কাজের প্রশংসা করেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রতিবন্ধীদের উন্নয়নে বেশকিছু প্রস্তাবনা দেন।
জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার বিষয়ক কমিটির সাবেক সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর জাহিদুল করিম সভায় যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য কাজী রিয়াজুল হক।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেপি/আরএম