ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরায় বাসার সামনে টাঙানো জিআই তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামপুরার পুইতার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের স্ত্রী পপি বাংলানিউজকে জানান, পুইতার গলিতে একটি টিনশেড বাসায় তারা থাকেন। সকালে তার স্বামী বাসার সামনে একটি জিআই তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আকাশের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। কিছুদিন আগে তিনি রাজধানীর একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এজেডএস/জেডএফ/টিআই