ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু (ফাইল ফটো)

মুন্সীগঞ্জ: ড্রেজিং-এর কাজ শেষ হওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই নৌ চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



এর আগে বিকল্প চ্যানেল দিয়ে দুই থেকে তিনটি ফেরি দিয়ে নৌরুট চালু রাখার চেষ্টা অব্যাহত রাখা হয়। বর্তমানে এই নৌরুটে সাতটি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, নৌরুটের লৌহজং-হাজরা চ্যানেলের ড্রেজিং কাজ সম্পন্ন হওয়ায় বুধবার দুপুর ১২টার পর থেকে বন্ধ থাকা চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি জানান, বর্তমানে তিনটি রো রো ফেরি, তিনটি কে-টাইপ ফেরি ও একটি ডাম্প ফেরি ওই চ্যানেল দিয়ে যানবাহন পারাপার কাজে নিয়োজিত রয়েছে।

এর আগে বিকল্প নৌ চ্যানেল দিয়ে দুই থেকে তিনটি ফেরি চলাচল করলেও গন্তব্যে যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় ব্যয় হতো।

ড্রেজিং-এর কারণে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।