ঢাকা: কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়ীগঙ্গা নদীর ঝাউচর গুদারাঘাটে তমাল (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মরদেহটি উল্টো অবস্থায় ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী আলিম উদ্দিনসহ অনেকেই বাংলানিউজকে জানান, প্রায়ই তারা বুড়িগঙ্গা নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখেন। লাশগুলোর বেশির ভাগই হাত, পা কিংবা গলা কাটা অবস্থায় থাকে।
এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জিন্নাত আলী বাংলানিউজকে জানান, লাশটি অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর। তার বাসা মিরপুরের পাইকপাড়ায়। ১৪ সেপ্টেম্বর গাবতলী ঘাটে সে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে এসে তার পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এনএইচএফ/আরএম