কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০৫০ পিস ইয়াবাসহ মায়ানমারের দুই নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হ্নীলার মুচনী নয়াপাড়া ক্যাম্পের সামনে থেকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা হলেন-মায়ানমারের মংডুর নাকপুরার মো. হাসানের ছেলে মো. ইলিয়াছ (২২) ও মৃত আবু সৈয়দের ছেলে মো সৈয়দ নুর(১৭)।
৪২-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সামসুজ্জামন খাঁন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএ