ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
চৌদ্দগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য।

আর দগ্ধ হয়েছেন আরও নয়জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া না গেলেও তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে জানায় স্থানীয় পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করা চৌদ্দগ্রাম নওয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুজাতপুর এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে উল্টে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়।

এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়।

বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ আবুল কালাম আজাদ  বাংলানিউজকে বলেন, অগ্নিদগ্ধ ৯জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
 
এদিকে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, হতাহতদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যা। ‍তারা অভিযান পরিচালনার জন্য সেোনে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫, আপডেট: ০৩৫৭ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।