ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় আলীসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় আলীসহ গ্রেফতার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ‍হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলীসহ (৩৭) দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় মাগুরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।



এর আগে সকালে আলীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করে পুলিশ।  

তারিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে মাগুরা শহরের মহিলা কলেজ সড়ক থেকে আলীকে গ্রেফতার কর‍া হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

এছাড়া এ মামলার আরেক আসামি সোলায়মানকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
 
গত ২৩ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের দোয়াপাড় এলাকায় যুবলীগ নেতা কামরুল ভূঁইয়া ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় গুলিতে মমিন ভূঁইয়া নামে একজন নিহত ও কামরুলের বড় ভাইয়ের অন্তঃস্বত্তা স্ত্রী নাজমা বেগম গুলিবিদ্ধ হন।

পরে অস্ত্রপচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার জন্ম হয়। জন্মের পর ঢাকায় বেশ কিছুদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে সুরাইয়া ও তার মা।

এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে আলীসহ ১৬জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আজিবর গত ১৭ আগস্ট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এছাড়া মামলার প্রধান আসামিসহ ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।